ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পের এগিয়ে থাকার অংক মার্জিন অব এররে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৭, সেপ্টেম্বর ৮, ২০১৬
ট্রাম্পের এগিয়ে থাকার অংক মার্জিন অব এররে!

বৃহস্পতিবার প্রকাশিত সাফোক ইউনিভার্সিটি পরিচালিত জনমত জরিপ মতে নর্থ ক্যারোলিনায় হিলারির চেয়ে তিন পয়েন্টে এগিয়ে রয়েছেন ডনাল্ড ট্রাম্প।  

রিপাবলিকান প্রার্থী ৪৪ শতাংশ সমর্থন পাচ্ছেন আর ক্লিনটন পাচ্ছেন ৪১ শতাংশ।

আর এই ব্যবধান মার্জিন অব এররেই পড়ে। এখানে লিবার্টারিয়ান গ্রে জনশনের পক্ষে ৪ শতাংশ সমর্থন রয়েছে, আর জরিপভুক্ত ৮ শতাংশ বলেছে তারা এখনও সিদ্ধান্ত নেননি।

এই রাজ্যের লোকেরা সাধারণত রিপাবলিকানদেরই ভোট দেন। ২০০৮ সালে অবশ্য বারাক ওবামা দশমিক অংকের সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন। তবে নর্থ ক্যারোলিনার হিসাব নিকাশ পাল্টাচ্ছে আর তাতে ডেমোক্র্যাটদের আশা জাগছে।

তবে আতঙ্কের বা হতাশার দিক হচ্ছে এখানকার সম্ভাব্য ভোটারদের দুই-তৃতীয়াংশই মনে করে হিলারি ক্লিনটন সৎ নন, কিংবা তাকে বিশ্বাস করা যায় না। মোটে ৩৩ শতাংশ নর্থ ক্যারোলিনাবাসী তার ওপর আস্থা রাখতে পারছেন।

অন্যদিকে ট্রাম্পের সততা কিংবা বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ ৫০ শতাংশের কাছে। আর ৪১ শতাংশের রয়েছে তারও অপর অগাধ বিশ্বাস।

গত ৫-৭ সেপ্টেম্বর টেলিফোনে ৫০০ সম্ভাব্য ভোটারের সঙ্গে কথা বলে এই জরিপের ফল তৈরি করা হয়। যাতে মার্জিন অব এরর ধরা হয়েছে ৪.৪ শতাংশ।

বাংলাদেশ সময় ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।